কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) এর আওতায়
প্রাতিষ্ঠানিক কোড: 35051; ইআইআইএন (EIIN): 133378
দেশের ১৬টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট(এটিআই)-এর অন্যতম এটিআই, দৌলতপুর খুলনা। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত দক্ষিন-পশ্চিমাঞ্চলের কৃষি প্রযুক্তি বিস্তারের প্রাণকেন্দ্র অত্র প্রতিষ্ঠানটি মহানগরী খুলনার উত্তরাংশে পুরাতন সাতক্ষীরা সড়কেরপার্শ্বে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। ইনস্টিটিউটের ক্যাম্পাসেই অবস্থিত মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটেরি একটি অত্যাধুনিক ল্যাবরেটরী, একটি মসজিদ এবং একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। তাছাড়া অত্র ক্যাম্পাসকে ঘিরে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের একটি সরেজমিন গবেষনা বিভাগ ও হর্টিকালচার সেন্টর। প্রাণি সম্পদ অধিদপ্তরের একটি কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং একটি পুরাতন দর্শনীয় সফেদা বাগান, যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি ক্যাম্পাসে স্থাপিত হয়েছে একটি ভেজষ ও সুদৃশ্য মাল্টা বাগান। এছাড়া ফুল-ফল চাষ এবং ল্যান্ড স্ক্যাপিং-এর মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধির কাজ অব্যাহত থাকায় শিক্ষার পরিবেশ সহ ইনস্টিটিউটে কৃষি সম্প্রসারণের একবটি প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে। অত্র খামারে উৎপাদিত বিভিন্ন জাতের ধান, গম, ও শাক-সবজি চাষ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের মাঝে বিবিন্ন জাতের গুণাবালী সম্পর্কে হাতে কলমে প্রচারণা করা হচ্ছে।
প্রথমিক পর্যায়ে এখানে ভিলেজ এইড কোর্স চালু থাকলেও সময়ের বিবর্তনে অন্যান্য প্রশিক্ষনের পাশাপাশি এখানে প্রবর্তিত হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রম। ১৯৪৭ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদী (১-২ বছর মেয়াদী) চাকুরি পুর্ব প্রশিক্ষণ, ১৯৮৩ সন হতে ১৯৯৪ সন পর্যন্ত মানউন্নয়ন/ কৃষি ডিপ্লোমা মেকআপ কোর্স এবং সর্বশেষ বাংলাদেশ কারিগরি শিবাষা বোর্ড-এর ১৯৯৫ সাল হতে ৬টি সেমিষ্টারে৩ বছর মেয়াদী দুরশিক্ষণে কৃষি ডিপ্লোমা কোর্স চালু হয়েছে যা সাম্প্রতি দুরশিক্ষনের পাশাপাশি মুখোমুখি এবং ৬টি সেমিষ্টারের পাশাপাশি ৮ সেমিষ্টারে ৪ (চার) বছর মেয়াদী কোর্সে পরিণত হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত সেমিষ্টারভিত্তিক ৩ বছর মেয়াদী ব্যাচেলর অব এগ্রিকালচার এডুকেশন (বিএজিএড) কোর্সটি অত্র প্রতিষ্ঠানে চালু রয়েছে। এটিআই–এর আওতাধীন বিভিন্ন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ষ্টাফদের কম্পিউটার প্রশিক্ষন কোর্স ছাড়াত্ত উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কৃষক প্রশিক্ষণ কোর্স বিভিন্ন সময় ও বিভিন্ন মেয়াদে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে।
আধুনিক বিভিন্ন প্রযুক্তিভিত্তিক কর্মসূচি গ্রহণের মাধ্যমে ইনস্টিটিউটের সার্বিক পরিবর্তন আনায়নে আমরা সংকল্পবদ্ধ।
১। এটিআই-এর মোট জমির পরিমাণ ১১৯.৬৩ একর/৪৮.৪৩ হেঃ
জমির মৌজাওয়ারী বিভাজনঃ
ক) মহেশ্বরপাশা মৌজা- ৭০ একর/ ২৮.৩৪ হেঃ
খ) আড়ংঘাট মৌজা- ৫০ একর/ ২০.২৪হেঃ
২। জমির দখলী বিভাজনঃ
ক। মেট্রোপলিটন কৃষি অফিস ১.০১ একর
খ। হর্টিকালচার সেন্টার ১৯.০০ একর
গ। বারী ৩.৮৭ একর
ঘ। প্রাইমেরী স্কুল ০.৫০ একর
ঙ। এসআরডিআই ০.৫০ একর
চ। এডি অফিস ০.৫০ একর
ছ। এটিআই ৯৪.২৫ একর
মোটঃ ১১৯.৬৩ একর/ ৪৮.৪৩ হেঃ
৩। ক) অফিস, আবাসিক, একাডেমিক, গুদাম, ছাত্রাবাস, ২৩.৬৪ একর
নার্সারী, মসজিদ, পুকুর, ক্ষেত-খামার, ওয়ার্কসপ
খ) আবাদী জমি ৫২.৩১ একর
গ) সফেদা বাগান ২ .০০ একর
ঘ) পুকুর ৪.০৮ একর
ঙ) ডি-ব্লকের উচু জমি ও পুকুর ৪.০০ একর
চ) রাস্তা ও ড্রেন ৪.২৫ একর
ছ) খেলার মাঠ ২.৪০ একর
জ) শ্রমিক আবাসন ও নরিকেল বাগান ১.৭৫ একর
মোটঃ ৯৪.২৫ একর
৪। আবাদী জমির বিবরণঃ
ক) এ ব্লক ০৬.০০ একর
খ) বি ব্লক ০৯.৭৩ একর
গ) সি- ব্লক ০৩.৫০ একর
ঘ) ডি-ব্লক ০৭.০০ একর
ঙ) ই- ব্লক ১১.০০ একর
চ) এফ-ব্লক ০৭.০৮ একর
ছ) জি-ব্লক ০৮.০০ একর
মোটঃ ৫২.৩১ একর
৫। পুকুরের জমির বিবরণঃ
ক) ৪র্থ শ্রেণির কোয়ার্টারের সামনের পুকুর ০১.০০ একর
খ) (১) কুলি-বাগানের পুকুর ০.৬৬ একর
গ) (২) কুলি-বাগানের পুকুর ০.৫২ একর
ঘ) জোড়া পুকুর ০১.০১ একর
ঙ) ডোবা পুকুর ০০.০৯ একর
চ) পাইলট পুকুর ০০.৮০ একর
ছ) আবাসিক এলাকার পুকুর ০০.৬৪ একর
জ) ছাত্রাবাসের পুকুর ০০.৬৫ একর
ঝ) বেল তলার পুকুর ০০.১৮ একর
পুকুরের আয়তন সর্বমোটঃ ৯.৫৫ একর