কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনায় ২০২৪-২৫ সেশনের ১ম পর্বে ভর্তির জন্য যে সকল শিক্ষার্থী চান্স পেয়ে নিশ্চয়ন করেছো সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
শুধুমাত্র খুলনা এটিআইতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সহজ ফরমটি অবশ্যই পূরণ করতে এখানে বা নিচে ক্লিক করতে অনুরোধ করা হলো।
https://forms.gle/e9uSh1rX4qHDpDkx9
..
কিভাবে প্রতিষ্ঠানে পৌছাবেন?
খুলনা শহর থেকে ৯ কিমি যশোর রোড ধরে দৌলতপুরের মুহসিন মোড়ে নেমে ৮০০ মিটার আড়ংঘাটা রোডে গেলেই ডানদিকে “কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনা।”
গুলল ম্যাপের লিংক দেয়া হলো: এটিআই গুগল ম্যাপের লিংক ক্লিক করুন এখানে।
https://maps.app.goo.gl/m6bJa26PzDSHoAND9
.
ভর্তিতে কী কী কাগজ লাগবে?
নোটিশে দেয়া আছে।
ভর্তিতে কত টাকা লাগবে?
নোটিশে দেয়া আছে।
কতদিনের মধ্যে আসতে হবে?
নোটিশে দেয়া আছে। তবে ১৯/০৮/২৪ ও ২০/০৮/২৪ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার এই ০২দিনে একই কক্ষে সহজে ভর্তির কাজ শেষ করা যাবে অর্থাৎ ব্যাংকে যাওয়া লাগবে না। তবে প্রতিষ্ঠানে ভর্তি ২৫/০৮/২০২৪খ্রি. পর্যন্ত করা যাবে।
.
ভর্তি ফরম পূরণের জন্য নমূনা ফরমগুলো দেয়া হলো। যা দেখে দেখেও শিক্ষার্থীগণ প্রদত্ত্ব ফরমটি পূরণ করতে পারবে।
ডেমো ফরমগুলোর লিংক-
//drive.google.com/folderview?id=1OLB_ODPoL3Mv9IPXKQVKEAzddtZcGUth
.
আমাদের অফিসিয়াল ফেইসবুক একাউন্টের প্রোফাইল লিংক:
www.facebook.com/atikhulnafb?mibextid=ZbWKwL
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS