Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব উপবৃত্তির নোটিশ ও আবেদন ফরম
Details

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ দিয়ে আগে এটা পড়ে নাও এবং সহজেই পাঠাও তোমার আবেদনটি:

  • শুধুমাত্র খুলনা এটিআই এর শিক্ষার্থীগণ এই লিংকের মাধ্যমর উপবৃত্তির আবেদন পাঠাবে।
  • আমাদের ওয়েবসাইট থেকে (https://ati.khulna.gov.bd/) হতে আবেদন ফরম প্রিন্ট করে পূরণ করে অফিসে সরাসরি জমা দিতে হবে অথবা ডাকযোগে পাঠাতে হবে (ঠিকানা: কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনা-৯২০২)।
  • পাঠানোর আগে পূরণকৃত সম্পূর্ণ ফরমটি সুন্দর করে ছবি তুলে (বা পিডিএফ করে) আপলোড করতে হবে নিচের এই লিংকে :-
    https://forms.gle/r9Xt2QjQYhyGdoLX7

  • আমাদের ওয়েবসাইটে নিম্নের লিংক ফোল্ডারে আবেদন ফরমের একটি MS Word ফাইলও দেয়া আছে ইচ্ছে করলে যা ডাউনলোড করে সহজেই কম্পিউটারে বা মোবাইলে পূরণ করা যাবে। টাইপকরা তথ্য স্পষ্ট হয়। সেক্ষেত্রে এই সফটকপি টি অবশ্যই এই সাথে পাঠাতে হবে।
    ফোল্ডারটির লিংক- https://drive.google.com/drive/folders/1Oe2i6h58VobH4EHtJ3FSZ3Icg2nxxHCh?usp=drive_link

  • সাথে ফরমে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রও পাঠাতে হবে।

জরুরী প্রয়োজনে আমাদের (দৌলতপুর এটিআই খুলনা) ফেইসবুকে (https://www.facebook.com/atikhulnafb) অথবা এই (01705-263931) নাম্বারে sms করে যোগাযোগ করা যাবে।



Publish Date
16/11/2023
Archieve Date
07/12/2023