Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সফল ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা তন্বী গোলদার
ছবি
ডাউনলোড

বর্তমান সময়ে অধিকাংশ ছাত্র-ছাত্রী যখন চাকরির পেছনে ছুটতে ছুটতে জীবনের মূল্যবান সময় নষ্ট করে একসময় পরিবারের বোঝা হয়ে দাঁড়ায় সেই সময়ে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের হাল ধরার জন্য ভার্মি কম্পোস্টের ব্যবসা শুরু করেন তন্বী গোলদার। তন্বী গোলদার, সেশন ২০১২-১৩, রোল নাম্বার ১৩৪১৬১, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনার একজন ডিপ্লোমা কৃষিবিদ। তিনি ২০১৬ সালে ডিপ্লোমা পাস করেন। পড়াশোনা কালীন তিনি সিদ্ধান্ত নেন চাকরির পেছনে না ছুটে নিজে একজন উদ্যোক্তা হবেন, হাল ধরবেন পরিবারের। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা তন্বী, বাবা মায়ের একমাত্র সন্তান। ২০১৬ সালে ডিপ্লোমা পড়ার জ্ঞানকে কাজে লাগিয়ে সর্বপ্রথম অল্প পরিসরে ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করেন। প্রথমদিকে খুবই অল্প পরিমাণ উৎপাদন হত। ক্রমবর্ধমান চাহিদা দেখে তিনি এর সম্প্রসারণ করেন। ধীরে ধীরে মহিলাদের নিয়ে গড়ে তোলেন “ঝড়ভাঙ্গা ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা গ্রুপ”। বর্তমানে তিনি ৯৭ জন মহিলাকে সংগঠিত করে ব্যবসা পরিচালনা করছেন। প্রতিমাসে ৫-৬ মে.টন ভার্মি কম্পোস্ট উৎপাদন করেন। তার মাসিক উপার্জন এখন ৭০ থেকে ৮০ হাজার টাকা। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ২০২০ সালের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পান। বর্তমানে তিনি স্বাবলম্বী হওয়ার পাশাপাশি গ্রামের অনেক দরিদ্র মহিলাদের উপার্জনের ব্যবস্থা করেছেন। এ সকল পরিবারের জীবনমানের উন্নয়নের পাশাপাশি ছেলে মেয়েদের লেখাপড়া ও পুষ্টি নিরাপত্তায় মহিলারা কাজ করতে পারছেন। তন্বী গোলদার এখন এক অনুপ্রেরণার নাম। অনেকেই তাকে দেখে উৎসাহিত হচ্ছেন। তার উদ্দেশ্য এই ব্যবসা আরও সম্প্রসারিত করা যাতে মাটির স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন করা সম্ভব হবে এবং বেকারত্ব দূর হবে।

সর্বপরি তিনি একজন সফল নারী উদ্যোক্তা।